সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে এশিয়া কাপের পরবর্তী আসর। এ আসর হবে টি-টুয়েন্টি সংস্করণে আট দলের অংশগ্রহণে। এ আসরের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ আসরে অধিনায়ক হিসেবে থাকবেন লিটন দাস। ‘এ’ দল থেকে পাঁচজনকে দলের সঙ্গে রাখা হয়েছে।
সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে আছে বাংলাদেশ দল। তিন ম্যাচের সিরিজে শ্রীলঙ্কার মাটিতে টি-টুয়েন্টিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে লিটন দাসের দল।
এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ। সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। বাংলাদেশ গ্রুপপর্বের ম্যাচগুলো খেলবে আবুধাবিতে। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে তৃতীয় দিন, হংকংয়ের বিপক্ষে। ১৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কার, ১৬ সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তানের।
বাংলাদেশের প্রাথমিক দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাইম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ,
শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন এবং মোহাম্মদ সাইফ হাসান।
