বাংলাদেশে হতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর

বাংলাদেশে হতে যাচ্ছে মেয়েদের কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। ১৫-২৫ নভেম্বর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হবে খেলাগুলো। আসরটির তত্ত্বাবধায়নে থাকবে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে।

এবারের আসরের আয়োজক বাংলাদেশ। অংশগ্রহণ করতে যাওয়া অন্যান্য দলগুলো হল- আর্জেন্টিনা, চাইনীজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, ইরান, ভারত, জাপান, কেনিয়া, সাউথ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে থাকবে পাকিস্তান ও পোল্যান্ড।

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ জানিয়েছেন, কাবাডির বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন পঞ্চম। দুই অথবা তিনে যাওয়ার সুযোগ আছে আমাদের। আমরা যেন সে জায়গায় যেতে পারি সে চেষ্টাই থাকবে।’

‘বিশ্বকাপ আয়োজনের সকল খরচ বহন করতে হয় আয়োজক দেশের। এজন্য বাংলাদেশের বিশ্বকাপ আয়োজন করতে খরচ হবে ১০ কোটি ৪৪ লাখ টাকা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেবে ৫ কোটি টাকা।’

কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে আরও জানানো হয়, এই আয়োজনের জন্য ইতোমধ্যে শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়াম সরকারকে বরাদ্দ দিয়েছে। বিদেশি দলগুলোর আগমন, প্রস্থান, নিরাপত্তা, আবাসন ও স্থানীয় যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে সমন্বয়ের কাজ চলমান রয়েছে।

প্রথমবার নারী কাবাডি বিশ্বকাপের আসর বসেছিল ভারতে ২০১২ সালে। গত আগস্টে বাংলাদেশের দল ঘোষণার পর স্থগিত হয়েছিল বিশ্বকাপের আসর। পরে বাংলাদেশ আয়োজন করার সুযোগ পেয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম, কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ও যুগ্ম সম্পাদক আবদুল হক।