হংকং ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

এশিয়া কাপের ১৭তম আসরে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় শুরু হবে এ ম্যাচ। প্রথম ম্যাচ দিয়ে আসরে শুভ সূচনা করতে চাইবে বাংলাদেশ দল। সম্ভাব্য ঐ দল যেমন হতে পারে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দুই খেলোয়াড় বাঁহাতি তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন আসতে পারেন ওপেনিংয়ে। তিনে আসবেন অধিনায়ক লিটন দাস। চার নাম্বারের ব্যাটিং পজিশনটা থাকবে তাওহিদ হৃদয়ের জন্য বরাদ্দ।

পাঁচে আসতে পারেন হার্ডহিটার জাকের আলী অনিক। এরপর শেখ মেহেদী হাসান এবং ফিনিশার বা ম্যাচ শেষ করার জন্য আসবেন শামিম হোসেন পাটোয়ারি। পেস অলরাউন্ডার হিসেবে দলে জায়গা করে নিতে পারেন সাইফউদ্দিন, তিনি আসবেন আটে।

ব্যাটিং হিসাবের পর আসবে বোলিং। এ বিভাগে আবুধাবির আবহাওয়া ও কন্ডিশন বিবেচনায় অভিজ্ঞ তিন পেসার খেলাতে পারে বাংলাদেশ। এ পেস বিভাগে লিটন দাস খেলাতে পারে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম পাটোয়ারি, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।