ভারতের সঙ্গে বাংলাদেশের বেশকিছু চুক্তি বাতিল নিয়ে আলোচনার মধ্যে অবশেষে মুখ খুলেছেন তৌহিদ হোসেন।
মঙ্গলবার বিকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে একটি মাত্র চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।
“টাগ বোট কেনার চুক্তি বাতিল হয়েছে। কয়েকটি চুক্তি নিয়ে পর্যালোচনা চলছে”, বলেন তৌহিদ হোসেন।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ভারতের সঙ্গে বেশকিছু চুক্তি বাতিলের তথ্য দিয়েছিলেন। যা নিয়ে সরগরম হয়ে ওঠে ফেসবুক।
বিষয়টি যে সরকার ভালভাবে নেয়নি, তার ইঙ্গিত ধরা পড়লো পররাষ্ট্র উপদেষ্টার ভাষ্যে।
তার বক্তব্য- “চুক্তি বাতিল নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য ফেসবুকে মন্তব্য না করলেও পারতেন।
“সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা চুক্তি বাতিলের তালিকার বেশিরভাগই এক্সিষ্ট করে না।”
দুই দেশের শীতল সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি উত্তাপ ছড়িয়েছে সীমান্ত হত্যা। সম্প্রতি ভারতের ত্রিপুরার সীমান্ত এলাকায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়।
এ বিষয়ে চিঠি পাঠালেও নয়াদিল্লি ঢাকাকে কোন জবাব দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ও দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে দেশে-বিদেশে সমালোচনার মধ্যে রয়েছে সরকার।
বিদেশিদের তৎপরতার বিষয়ে তৌহিদ হোসেন বলেন, “আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সব দাবি মানা সরকারের পক্ষে সম্ভব না।”
