ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ৪-১ গোলের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচ নিজেদের করে নিয়েছে শেখ মোরসালিনের দল। ম্যাচে একটি করে গোল করেছেন ফাহমিদুল ইসলাম, মো. আল আমিন, মোহসিন আহমেদ ও শেখ মোরসালিন। সিঙ্গাপুরের একমাত্র গোলটি করেছেন নাদিম রহিম।
খেলার প্রথমার্ধে ছিল গোলশূন্য ড্র। পরে পাঁচটি গোলের সবগুলো হয়েছে দ্বিতীয়ার্ধ্বে। বিরতির পর ৭০ মিনিটে আসরের প্রথম গোল আদায় করে নেয় বাংলাদেশ। মাঝমাঠ থেকে পাওয়া বল একাই টেনে আনেন ফাহমিদুল, জোরালো শটে করেন গোল। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
৭২ মিনিটে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। এবার গোলের দেখা পান আরেক ফরোয়ার্ড আল আমিন। মাঝমাঠ থেকে লং বলে দেয়া ক্রস রাইট উইংয়ে পান আল আমিন। সিঙ্গাপুরের ডিফেন্ডার ও গোলকিপারকে শটের ডামি করে পরের শটে বল জালে জড়ান আল আমিন। ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
সিঙ্গাপুরের কর্নার থেকে ক্লিয়ার করা বল যায় মোরসালিনের কাছে। মোরসালিন লেফট উইংয়ে দূরপাল্লার শটে বল বাড়ান মোহসিন আহমেদের দিকে। ঐ বল থেকে আরও একটি গোল পায় বাংলাদেশ। ৩-০ গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
চমকের বাকি তখনও। প্রায় বাংলাদেশ অংশের কাছ থেকে বল কেড়ে নেন অধিনায়ক মোরসালিন। একাই বল টেনে নিয়ে যান ডি বক্সের আগপর্যন্ত। সেখান থেকে জোরালো শটে সিঙ্গাপুরের গোলকিপারকে বোকা বানাতে ভুল করেননি তিনি। ৯১ মিনিটে সিঙ্গাপুরের ফরোয়ার্ড নাদিম রহিম একটি গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-১। বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে প্রায় জয় নিশ্চিত হয়।
আসরের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরে আসর শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের কাছে শেষ মিনিটে গোলে ১-০ গোলের হার দেখতে হয়।
