সরকার বিরোধী আন্দোলনে উত্তাল নেপাল। কাঠমাণ্ডুর বেশিরভাগ স্থানেই চলছে বিক্ষোভ। জেন জি আন্দোলনে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের পর সেখানে জারি করা হয়েছে কারফিউ। এমন অবস্থায় হোটেল থেকে বের হতে পারছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এমনকি কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া ২য় ম্যাচটি ‘সাসপেন্ড’ করা হয়েছে।
প্রথম ম্যাচটিতে বাংলাদেশ গোলশূন্য ড্র করেছে নেপালের বিপক্ষে। আগামী অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আছে বাংলাদেশের। সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে নেপালে এই প্রীতি সিরিজ। হামজা ও সমিত না থাকলেও প্রথম ম্যাচে ছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল নির্ধারিত সময়ের একদিন আগে বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইএ ০৩৭২ ফ্লাইটে করে দেশে ফিরবে।
