এশিয়া কাপ হকিতে স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ভারতের বিহারের রাজগিরে লাল-সবুজের প্রতিনিধিরা মধ্য এশিয়ার দলটিকে হারিয়েছে ৫-১ গোলের বিশাল ব্যবধানে। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন রোমান সরকার।
এ ম্যাচ দিয়ে হকির মূল বিশ্বকাপের বাছাইপর্ব খেলার সম্ভাবনা তৈরি করেছে গ্রুপপর্ব থেকে বিদায় নেয়া বাংলাদেশে। অধিনায়ক আমিরুল বাবুর দলের আজকের ম্যাচ ছিল সপ্তম বা অষ্টম স্থান দখলের লড়াই। এ জয়ের ফলে বাংলাদেশ আগামী ৭ সেপ্টেম্বর পঞ্চম বা ষষ্ঠ স্থানের জন্য লড়াই করার সুযোগ পেল। ওই ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে জাপান।
এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল ২০২৬ সালে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে হতে চলা ছেলেদের হকি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। বাকি পাঁচটি দল হকি বিশ্বকাপের বাছাইপর্ব খেলার সুযোগ পাবে। তবে এক্ষেত্রে পাকিস্তান নামক একটি কিন্তু থেকে গেছে।
রাজনৈতিক বৈরিতার কারণে ভারতে হওয়া আসরে খেলতে আসেনি পাকিস্তান। এ আসরের ষষ্ঠ অবস্থানে থাকা দলটিকে পাকিস্তানের সাথে তিনটি ম্যাচ খেলবে। তিন ম্যাচের মধ্যে যারা সিরিজ জিতবে তারা বাছাইপর্ব খেলার সুযোগ পাবে।
