হার দিয়ে ভিয়েতনামে এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু বাংলাদেশের

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ ছেলেদের আসরে বাছাইপর্বের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। স্বাগতিক ভিয়েতনামের কাছে বাংলাদেশ হেরেছে ২-০ গোলে। বাংলাদেশ দলে অভিষেক হয়েছে ইংলিশ বংশদ্ভূত মিডফিল্ডার কিউবা রাউল মিচেলের।

ম্যাচের ১৫ মিনিটের সময় প্রথমবার এগিয়ে যায় স্বাগতিক ভিয়েতনাম। ফরোয়ার্ড নগুয়েন গক মি’র গোলে ১-০তে এগিয়ে যায় ভিয়েতনাম। প্রথমার্ধের প্রায় পুরোটা সময় বেশ গতি ও আক্রমণ দিয়ে খেলেছে ভিয়েতনাম। ৩৮ মিনিটের সময় ভিয়েতনাম ভালো একটি আক্রমণ করলেও গোলকিপার মেহেদী হাসান শ্রাবণকে পরাস্ত করতে পারেনি প্রতিপক্ষ। পরে ওই ১-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। 

বিরতি থেকে ফেরার মিনিটেই ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে ফিনিশিংয়ের অভাবে সুবিধা করতে পারেনি মোরসালিনের দল। ৬৩ মিনিটে আবারও গোল হজমের শঙ্কা জেগেছিল বাংলাদেশের। তবে শ্রাবণের দুর্দান্ত সেভে কর্নার আদায় করে নেয় ভিয়েতনাম।  ৭৭ মিনিটের সময় বল বারে লেগে আবারও গোলবঞ্চিত হয় ভিয়েতনাম।

শেষ ১৫ মিনিটে ভিয়েতনামের আক্রমণের কাছে বেশ ভুগতে হয়েছে বাংলাদেশ দলকে। ৮২ মিনিটে আরও একবার দলকে বাঁচান শ্রাবণ।  তবে কর্নার থেকে গোল করেন ভিয়েতনামের ডিফেন্ডার লি ভিক্টর, ২-০ গোলে এগিয়ে যায় ভিয়েতনাম। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবারও বল বারে মারেন ভিয়েতনামের ফি হোয়াং। পরে ওই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিয়েতনাম।

এ ম্যাচ দিয়ে কিউবা মিচেলের অভিষেক হলেও খুব একটা খুঁজে পাওয়া যায়নি এ মিডফিল্ডারকে। তবে দুর্দান্ত পারফর্ম করেছেন ডিফেন্ডার জায়ান আহমেদ। পারফরম্যান্সে খুঁজে পাওয়া যায়নি অধিনায়ক মোরসালিনকেও। তাকে উঠিয়ে ফাহমিদ সালিককে শেষ দিকে কিছু সময়ের জন্য নামানো হয়।