বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডিঅরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’।
২০২৪-২৫ মৌসুমে পারফরমেন্সের ভিত্তিতে এই তালিকা থেকে সেরাদের বেছে নেবে আয়োজক সংস্থা। তালিকায় টানা দ্বিতীয়বারের মতো বাদ পড়েছেন ফুটবলের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন উসমান ডেম্বেলে। অনুমিতভাবেই জায়গা পেয়েছেন ব্যালন ডিঅরের সংক্ষিপ্ত তালিকায়।
বর্ষসেরা ফুটবলার খেতাব পাওয়ার লড়াইয়ে আছেন দুই বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল ও রাফিনহা। গতবছর ব্যালন ডিঅর জেতা রদ্রি নেই এবারের সংক্ষিপ্ত তালিকায়। হাঁটুর গুরুতর চোটে মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।
তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়র।
নারীদের ব্যালন ডিঅরে আধিপত্য ইংল্যান্ড ও স্পেনের। আর্সেনালের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ী লিয়া উইলিয়ামসন, ক্লোয়ি কেলি ও আলেসিয়া রুসোর সাথে রয়েছেন স্পেনের তারকা আলেক্সিয়া পুতেয়াস, আইতানা বোনমাতি ও প্যাট্রি গুইহারো।
