২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার দিনটি ঘিরে কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ।
বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি ঢাকায় দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি আহ্বান করেছে।
২০০৪ সালে বাংলাদেশের ইতিহাসের নৃশংস এই হামলায় ২৪ জন মারা যান। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশের শেষদিকে গ্রেনেড হামলায় দলটির কয়েকশ’ নেতাকর্মী আহত হন।
এই হামলায় সে সময়ের বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও তার শ্রবণশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আওয়ামী লীগ প্রতি বছর গ্রেনেড হামলার দিনটিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি পালন করে আসছে।
দলটি জানিয়েছে, বৃহস্পতিবার গ্রেনেড হামলার ঘটনাস্থল অর্থাৎ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হবে।
এছাড়া বিকেল ৫টায় গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে আলোচনা সভা করবে আওয়ামী লীগ।
ভার্চুয়াল স্মরণ সভায় দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করবেন, বিবৃতিতে জানিয়েছে দলটি।
এছাড়া নেতাকর্মীদের সারাদেশে সন্ত্রাস এবং জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা ও বিভিন্ন উপযোগী কর্মসূচি পালন করতে বলেছে আওয়ামী লীগ।
