চাঁদপুরে খতিবকে জখম: ইসলাম সম্পর্কে ‘ভীতি ছড়ানোর’ শঙ্কা ইসলামী আন্দোলনের

চাঁদপুরে মসজিদের ভেতর খতিবকে কুপিয়ে জখম করার ঘটনায় ‘ইসলাম সম্পর্কে ভীতি ছড়িয়ে পড়তে পারে’ বলে শঙ্কা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গত ১১ জুলাই চাঁদপুর সদর উপজেলার মোল্লাবাড়ি জামে মসজিদে জুমার নামাজের একজন ব্যক্তি খতিবকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ইসলামের অনুসারীদের মতাদর্শগত বিরোধ থেকে এই হামলার ঘটনা ঘটেছে। খতিবের বক্তব্যে হামলাকারী ব্যক্তি ক্ষুব্দ ছিলেন বলে জানান তারা।

ঘটনার ৩ দিন পর সোমবার এ বিষয়ে বিবৃতি দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, “চাঁদপুরের ঘটনা ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা জন্ম দেবে এবং নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করবে।”

দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বিবৃতিতে বলেন, “একজন ইমামের কথাকে কেন্দ্র করে মসজিদের মধ্যে তাকে কুপিয়ে আহত করা নিঃসন্দেহে গর্হিত কাজ।

“এটা ইসলামের শিক্ষা, দর্শন ও চরিত্রের সঙ্গে সাংঘর্ষিক একটি অপরাধ।”

কোন বক্তব্য বা শব্দ নিয়ে আপত্তি থাকলে অথবা ইসলামের ব্যাপারে মানহানীকর হলে তা সমাধানের পদ্ধতি রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

“কিন্তু কোন অবস্থাতেই নিজের বোধ-বিবেচনায় রক্ত ঝড়ানোর মতো কাজ করা ইসলাম সমর্থন করে না”, বলা হয় বিবৃতিতে।