হামলায় পণ্ড মঞ্চ ৭১’র আত্মপ্রকাশ অনুষ্ঠান

জুলাই আন্দোলনের পক্ষে স্লোগান দিয়ে মঞ্চ ৭১ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আইনজীবী জেড আই খান পান্নার নেতৃত্বাধীন মঞ্চ ৭১ এর আত্মপ্রকাশ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

অনুষ্ঠানে অতিথিদের আসার পর একদল ব্যক্তি লাঠি হাতে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের এসময় জুলাই আন্দোলনের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

তারা শফিকুল কবির মিলনায়তনের ভেতরে ও বাইরে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মারধর করে। একপর্যায়ে তারা মিলনায়তনের দরজা বন্ধ করে দেয়।

হামলাকারীদের কেউ বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তাদের কারও পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

তবে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অভিযোগ, কোন রাজনৈতিক পক্ষের ‘ভাড়াটে কর্মী’ হিসেবে হামলাকারীরা অনুষ্ঠানটি পণ্ড করে দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অতিথি বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরা ভাড়ায় খাটা সন্ত্রাসী ছাড়া আর কেউ না। যারা চায় না মঞ্চ ৭১ দাঁড়াক, তারাই পিছনে থেকে এই সন্ত্রাসীদের পাঠিয়েছে।”

গেল ৫ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে মঞ্চ ৭১ যাত্রা শুরু করে।

বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনটির যাত্রা বেশ আলোচনার জন্ম দিয়েছে।