কুড়িগ্রাম-২ আসনে এনসিপির প্রার্থী আতিক মুজাহিদ

মাহমুদ হাকিম, কুড়িগ্রাম প্রতিনিধি

কেন্দ্রীয় যুগ্ন-আহবায়ক আতিক মুজাহিদকে কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ঘোষণা করেছে এনসিপি।

বুধবার কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ কর্মসূচিতে তাকে প্রার্থী ঘোষণা করা হয়।

বাংলাদেশে কবে নাগাদ নির্বাচন হবে, তা এখনো নিশ্চিত নয়।

লন্ডনে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ফেব্রুয়ারীতে নির্বাচনের পরিকল্পনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

তবে নির্বাচন কমিশন বলছে, নির্বাচনের সময়সীমার বিষয়ে এখনো সরকারের কাছ থেকে কোন ইঙ্গিত পায়নি ইসি।

এদিকে এনসিপি বলছে, জুলাই পদযাত্রা দলটির নির্বাচনের প্রাথমিক প্রস্তুতির অংশ।

এরই অংশ হিসেবে কুড়িগ্রামে প্রার্থী ঘোষণা করলো এনসিপি।

বুধবার কুড়িগ্রামের পথসভায়ও নেতৃত্ব দেন আতিক মুজাহিদ।

অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী জাতীয় নির্বাচনে দলটির শাপলা প্রতীকে সমর্থন চেয়েছেন।

কুড়িগ্রামের উন্নয়নে কাজ করতে এনসিপির প্রতিশ্রুতিও তুলে ধরেন তিনি।