সরকার ইতিহাসের সবচেয়ে ভাল নির্বাচন উপহার দিবে: আসিফ নজরুল

মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভাল নির্বাচন উপহার দিবে বলে দাবি করেছেন দেশটির আইন উপদেষ্টা।

সে নির্বাচনে ‘সবাই ভোট দিতে পারবে’ বলেও মন্তব্য করেছেন আসিফ নজরুল।

বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের কথা বলা হচ্ছে সরকারের তরফ থেকে।

তবে ভোট আয়োজনের বিষয়ে সরকারের প্রতিশ্রুতি নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংশয় রয়েছে।

সরকারের কার্যক্রমে ‘হতাশ’ বিশিষ্ট কয়েকজন ব্যক্তিও রাষ্ট্রীয় ক্ষমতা দ্রুত রাজনীতিবিদদের হাতে তুলে দেয়ার তাগিদ দিচ্ছেন।

এরই মধ্যে বৃহস্পতিবার ঢাকায় আসিফ নজরুল বলেন, “কিছুদিনের মধ্যেই নির্বাচনের সময় ঘোষণা করা হবে, অপেক্ষা করেন।”

আইন উপদেষ্টার প্রতিশ্রুতি, “এই সরকার ইতিহাসের সবচেয়ে ভাল নির্বাচন উপহার দিবে এবং সবাই ভোট দিতে পারবেন।”