এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট আসর এশিয়া কাপ আবারো জমে উঠতে যাচ্ছে। আর ৪দিন পর ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে ১৭তম এশিয়া কাপ।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজনে এবারের আসরে দুবাই ও আবুধাবির মাঠে ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০ দিনব্যাপী এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৮টি দল অংশ নিচ্ছে।
এশিয়া কাপে কোন কোন দল খেলবে?
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পাঁচটি স্থায়ী সদস্য দেশ- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান টুর্নামেন্টে অংশ নিবে।
এছাড়া বাছাইপর্ব পেরিয়ে আরও তিনটি দল আসরে জায়গা করে নিয়েছে। দলগুলো হল- সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।
এই ৮ দলকে ভাগ করা হয়েছে ২ গ্রুপে:
গ্রুপ ‘এ’- ভারত, পাকিস্তান, ওমান, ইউএই
গ্রুপ ‘বি’- বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং
এশিয়া কাপের ফরম্যাট
এবারের টুর্নামেন্টে ২টি ধাপে খেলা হবে।
গ্রুপ স্টেজ- প্রতিটি গ্রুপের ৪ দল একে অপরের বিপক্ষে খেলবে। সেখান থেকে সেরা ২ দল যাবে পরবর্তী ধাপে।
সুপার ফোর- এখানে ২ গ্রুপের সেরা ৪ দল একে অপরের বিপক্ষে খেলবে রাউন্ড-রবিন ফরম্যাটে। পয়েন্ট তালিকার শীর্ষ ২ দল খেলবে ফাইনাল।
ভারত-পাকিস্তান ম্যাচ কবে?
এশিয়া কাপ মানেই ভারত-পাকিস্তান দ্বৈরথ। ২ দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে তারা সাধারণত দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। তাই এশিয়া কাপ বা আইসিসি টুর্নামেন্টগুলোই ভক্তদের জন্য বড় সুযোগ এনে দেয় এই রোমাঞ্চকর লড়াই দেখার।
প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর দুবাইতে।
যদি তারা সুপার ফোরে ওঠে, তবে ভারত-পাকিস্তান আবার মুখোমুখি হবে ২১ সেপ্টেম্বর।
আর দুটো দল ফাইনালে গেলে, তৃতীয়বারের মতো ২৮ সেপ্টেম্বর হবে ভারত-পাকিস্তান মহারণ।
তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকায় এশিয়া কাপ ২০২৫-এর সবচেয়ে বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ।
বাংলাদেশ দলের সূচি ও প্রত্যাশা
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে টাইগারদের দিকে। এশিয়া কাপে বরাবরের মতো বাংলাদেশকে অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে।
বাংলাদেশ খেলবে গ্রুপ ‘বি’-তে। লিটন দাসদের সূচি হলো:
১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং (আবুধাবি)
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (আবুধাবি)
১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)
বাংলাদেশের প্রথম ম্যাচেই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হংকংয়ের বিপক্ষে জয় পাওয়ার সুযোগ রয়েছে। তবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দুটো কঠিন চ্যালেঞ্জ হবে। বিশেষ করে আফগানিস্তানের স্পিন আক্রমণ বাংলাদেশকে ভোগাতে পারে।
যদি বাংলাদেশ সুপার ফোরে উঠতে পারে, তবে সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আবারও ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো বড় দল আসবে। গত কয়েক বছরে বাংলাদেশ আইসিসি ও এশিয়া কাপে বেশ কয়েকটি বড় ম্যাচ জিতেছে, তাই সমর্থকরা আশা করছেন এবারো টাইগাররা ফাইনালে জায়গা করে নিতেও পারে।
ম্যাচের ভেন্যু
এশিয়া কাপ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। মরুর দেশে রাতের খেলা দর্শকদের কাছে আলাদা রোমাঞ্চ সৃষ্টি করবে। এই দুই মাঠে আগে আইপিএল ও আইসিসি বিশ্বকাপের ম্যাচ হয়েছে।
এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি (গ্রুপ স্টেজ থেকে ফাইনাল পর্যন্ত)
টুর্নামেন্টের সবগুলো খেলাই বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে। শুধুমাত্র ১৫ সেপ্টেম্বর ইউএই বনাম ওমানের খেলাটি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।
৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং (আবুধাবি)
১০ সেপ্টেম্বর: ইউএই বনাম ভারত (দুবাই)
১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং (আবুধাবি)
১২ সেপ্টেম্বর: ওমান বনাম পাকিস্তান (দুবাই)
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (আবুধাবি)
১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান (দুবাই)
১৫ সেপ্টেম্বর: হংকং বনাম শ্রীলঙ্কা (দুবাই)
১৫ সেপ্টেম্বর (বিকেল): ইউএই বনাম ওমান (আবুধাবি)
১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)
১৭ সেপ্টেম্বর: ইউএই বনাম পাকিস্তান (দুবাই)
১৮ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা (আবুধাবি)
১৯ সেপ্টেম্বর: ভারত বনাম ওমান (আবুধাবি)
সুপার ফোর রাউন্ড:
২০ সেপ্টেম্বর: বি১ বনাম বি২ (দুবাই)
২১ সেপ্টেম্বর: এ১ বনাম এ২ (দুবাই)
২৩ সেপ্টেম্বর: এ২ বনাম বি১ (দুবাই)
২৪ সেপ্টেম্বর: এ১ বনাম বি২ (দুবাই)
২৫ সেপ্টেম্বর: এ২ বনাম বি২ (দুবাই)
২৬ সেপ্টেম্বর: এ১ বনাম বি১ (দুবাই)
ফাইনাল:
২৮ সেপ্টেম্বর: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
এশিয়া কাপ ২০২৫: কারা ফেভারিট?
ভারত টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তাদের ব্যাটিং লাইনআপ ও বোলিং আক্রমণ দুটোই শক্তিশালী। পাকিস্তানও নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে। তবে চমক দিতে পারে বাংলাদেশ ও আফগানিস্তান।
শ্রীলঙ্কাও ঐতিহ্যগতভাবে এশিয়া কাপে ভালো খেলে। বাছাইপর্ব থেকে আসা ইউএই, ওমান ও হংকং বড় দলের বিপক্ষে লড়াই করার সুযোগ পাবে, যা তাদের জন্য অনেক বড় অভিজ্ঞতা হবে।
সবমিলিয়ে এশিয়া কাপ ২০২৫ হতে যাচ্ছে এশিয়ার ক্রিকেটপ্রেমীদের জন্য সবচেয়ে উত্তেজনাপূর্ণ আসর। ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ, বাংলাদেশ দলের লড়াই, আফগানিস্তানের চ্যালেঞ্জ আর শ্রীলঙ্কার প্রতিযোগিতা- সব মিলিয়ে মরুর দেশে হবে এক রোমাঞ্চকর আসর।
