ভারতের এশিয়া কাপ জয়

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের ১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চাপে পড়লেও শেষ হাসি হেসেছে ভারত। ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি।

১০ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছে দলটি। ফিরে গেছেন অভিসেক শর্মা ও সূর্যকুমার যাদব।

এর আগে ভারতের বিপক্ষে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। ভালো শুরুর পর পাকিস্তানের ব্যাটিংয়ে ধ্বস নামায় বড় স্কোর গড়তে পারেনি দলটি। উদ্বোধনী জুটিতে ৮৪ রান তোলা দলটি ১২৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে।

শেষ ১৩ রান তুলতেই ৩ উইকেট পড়ে যায় পাকিস্তানের। ১৫ ওভার শেষে দলটি ৪ উইকেটে ১২৮ রান তুলেছে।

দুবাইয়ে শুরুতে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। সে সুযোগ ভালভাবেই কাজে লাগায় পাকিস্তান।

উদ্বোধনী দুই ব্যাটসম্যানের ধীরস্থির ব্যাটিংয়ে শুরুটা ভালই হয় সালমান আগার দলের। ৮৪ রানের জুটি গড়েন শাহিবজাদা ফারহান ও ফখর জামান।

৩৮ বলে ৫৭ রান নিয়ে ফারহান বরুন চক্রবর্তীর শিকার হন। এরপরই নিয়মিত উইকেট হারাতে থাকে পাকিস্তান।

এ নিয়ে টুর্নামেন্টে ৩য় বার মুখোমুখি হল দুই দল। গ্রুপ ও সুপার ফোরের ২ ম্যাচেই জয় পেয়েছে ভারত।

টি-২০ তে এর আগে ভারত-পাকিস্তান ১৫টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১২ ম্যাচেই জয় ভারত।