আমেরিকার তৈরি UH-60L ব্ল্যাক হক হেলিকপ্টার ক্রয়ের আনুষ্ঠানিক টেন্ডার জারি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মাল্টি ইঞ্জিন মিডিয়াম হেলিকপ্টার অ্যাকুইজিশন এর আওতায় ব্ল্যাক হক হেলিকপ্টার কেনা হবে।
হেলিকপ্টারগুলো হবে রিফারবিশড। সর্বোচ্চ ১৯৮০ সালের পরে সার্ভিসে আসা মডেল যেটি অন্তত আগামী ২০ বছর মেয়াদ থাকবে এমন চাহিদার কথা জানানো হয়েছে টেন্ডারে। আমেরিকার EDA (Excess Defense Articles) এর অধীনে এই হেলিকপ্টার সংগ্রহ করা হবে।
