জিওভান্নি লো সোলসোর গোলে ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে বিশ্বজয়ী আর্জেন্টিনা। এ ম্যাচে ছিলেন না বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তাকে ছাড়াই এ জয় বেশ আত্মবিশ্বাস দেবে আর্জেন্টিনাকে। ২০২৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে বসবে পরবর্তী বিশ্বকাপের আসর। ৪৮ দল নিয়ে হবে বিশ্বকাপের আসর।
মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে হওয়া ম্যাচে প্রথমার্ধের ৩১ মিনিটে গোলটি করেন স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসে খেলা এ তারকা লো সোলসো। অবশ্য এদিন সেরা একাদশেও ছিলেন না আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। পুরো ম্যাচেও তাকে মাঠে নামানটি কোচ লিওনেল স্কালোনি। পাঁচটি পরিবর্তন করলেও সেখানে ছিল না মেসির না।
ম্যাচের পরিসংখ্যানও কথা বলছে আর্জেন্টিনার পক্ষে। পুরো ম্যাচে আর্জেন্টিনা মোট ১৯ শট নিয়েছে ভেনেজুয়েলার জালে যার মধ্যে ১১টি ছিল গোলমুখে। ম্যাচের ৬৯ শতাংশ বল ছিল স্কালোনির শিষ্যদের দখলে। আটটি কর্নারও আদায় করে নেয় বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
১৪ অক্টোবর পুয়ের্তোরিকোর বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
