‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র’: মেজর সাদিকের স্ত্রীর ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ

মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আলোচিত ‘কে বি কনভেনশন হল বৈঠক কান্ডে’ জড়িত থাকার অভিযোগে বুধবার সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার তাকে আদালতে পাঠিয়ে ৭দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

পুলিশের অভিযোগ, গত ৮ জুলাই ঢাকার বসুন্ধরায় কে বি কনভেনশন হলে বিদেশে কর্মী প্রশিক্ষণের কথা বলে ৩ থেকে ৪’শ আওয়ামী লীগ নেতাকর্মী জড়ো করা হয়।

সেখানে গোপন বৈঠকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা হচ্ছিল- এমন অভিযোগে ভাটারা থানায় মামলা করেছে পুলিশ।

সন্ত্রাস বিরোধী আইনের এই মামলায়ই গ্রেপ্তার দেখানো হয়েছে সুমাইয়া জাফরিনকে।

সকা‌লে ঢাকা মহানগর পুলিশের মি‌ডিয়া সেন্টা‌রে ডি‌সি মি‌ডিয়া তা‌লেবুর রহমান সাংবাদিকদের জানান, সুমাইয়া জাফ‌রিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থে‌কে গ্রেফতার করা হয়।

“কে বি কনভেনশনের রাষ্ট্রবি‌রোধী ষড়যন্ত্রের ঘটনায় জাফরিনের কী ভূ‌মিকা ছি‌লো, তা খতিয়ে দেখা হ‌চ্ছে”, বলেন তিনি।

এই ঘটনায় এখন পর্যন্ত ২৮ জন‌কে গ্রেফতারের তথ্য দিয়েছেন তালেবুর রহমান।

তা‌দের জিজ্ঞাসাবো‌দে নতুন নতুন তথ্য সাম‌নে আস‌ছে ব‌লেও জানান এ পু‌লিশ কর্মকর্তা।

আলোচিত কে বি কনভেনশনের ঘটনা বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকম স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এ বিষয়ে অভিযুক্ত কারও বক্তব্যও জানাও সম্ভব হয়নি।