সাজিদুর রহমান সাজিদ, রাবি প্রতিনিধি
রাকসু নির্বাচনের একটি কেন্দ্রে ভোটার আসার আগেই শতাধিক ব্যালট পেপারে স্বাক্ষর করেছেন এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তা। ওই কেন্দ্রের পোলিং এজেন্টদের অভিযোগ, ভোটে কারচুপি করতেই এ স্বাক্ষর করা হয়েছে।
দুপুর ৩ টার দিকে শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবনের ১৫০ গ্যালারিতে শহীদ জিয়াউর রহমান হল কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত কর্মকর্তা হলেন সহকারি প্রিজাইডিং অফিসার অধ্যাপক মশিউর রহমান।
ভোট কেন্দ্রটিতে গিয়ে দেখা যায়, কেন্দ্রের দায়িত্বরত সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ভোটার আসার আগেই শতাধিক ব্যালট পোপার স্বাক্ষর করে রেখেছেন।
জানতে চাইলে বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কেন্দ্রে ভোটারের ভিড় বেশি থাকায় তিনি আগে থেকে ব্যারটে স্বাক্ষর করে রেখেছেন। কোন কারচুপির সুযোগ নেই।”
ওই কেন্দ্রে দায়িত্বরত পোলিং এজেন্ট মহিউদ্দিন আহমেদ সীমান্ত বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেন্দ্রে হঠাৎ আমি দেখতে পাই স্যার তার কাছে গেলেই তিনি পেপার দিয়ে দেন। আমি এগিয়ে গিয়ে দেখি তিনি ভোটার আসার আগেই শতাধিক পেপার স্বাক্ষর করে রেখেছেন।
“তিনি তার পছন্দের ভোটার আসলেই একের অধিক ব্যালট পেপার দেবেন, এই উদ্দেশে তিনি এটি করেছেন।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা অধ্যাপক মাহবুবুর রহমান বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ স্বীকার করে বলেন, “কেন্দ্রে এ ধরনের একটি ঘটনা ঘটেছে। কর্মকর্তার এই কাজটি ঠিক হয়নি।”
