ইংল্যান্ডে কোচিং কোর্স করলেন বিশ্বকাপ জয়ী আকবর আলী

সাউথ আফ্রিকায় হয়েছিল ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আসর। ওই আসরে প্রথমবার কোনো বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলী। সেই অধিনায়ক আকবর আলী এবার ইংল্যান্ডে কোচিং কোর্স সম্পন্ন করলেন।

জাতীয় দলে এখনও সুযোগ পাননি এ উইকেটকিপার ব্যাটার। তবে আকবর নিজের উন্নতিতে একটুও কমতি রাখতে চান না। এজন্য ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তত্বাবধায়নে লেভেল টু কোচিং কোর্স সম্পন্ন করেছেন তিনি।

কোচিং সম্পন্ন করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি যুবক বয়স থেকেই এটি করতে চেয়েছিলাম। কারণ আমার বিশ্বাস এটি আমাকে খেলোয়াড় এবং মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। এ কোর্স সম্পন্ন করতে বিসিবি এবং ইসিবির সমর্থনের প্রশংসা করি।’

জাতীয় দলে জায়গা না হলেও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ আকবর আলী। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ২২ ম্যাচে ৩৭ ইনিংসে করেছেন ৯৬৭ রান। লিস্ট-এ ক্রিকেটে ৯২ ম্যাচে করেছেন ১৮৫৩ রান, স্ট্রাইক রেট ৯০-এর বেশি। টি-টুয়েন্টি ক্রিকেটে ৭৮ ম্যাচ খেলে করেছেন ৮৩০ রান।