সাংবাদিকদের হয়রানি করলে ব্যবস্থা, সতর্ক করল ববি প্রশাসন

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে সাংবাদিকদের হেনস্থা বা ভয়ভীতি দেখালে শাস্তির বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

গেল এক সপ্তাহে সাংবাদিকদের হয়রানির দুটি ঘটনা সামনে আসার পর এই বার্তা এল।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, সাংবাদিকদের নিরাপত্তা ও নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ নিশ্চিতে শিক্ষার্থী; বিভাগ, দপ্তর ও হল কর্তৃপক্ষ এবং নিরাপত্তা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।

এতে সাংবাদিকদের তথ্য সংগ্রহে সহায়তা করার পাশাপাশি অসদাচরণ, বাধা বা হয়রানি না করার নির্দেশ দেয়া হয়েছে।

পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ভয়ভীতি দেখালে, হুমকি দিলে বা হেনস্থা করার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে, বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

একইসঙ্গে সাংবাদিকদেরও নৈতিকতা ও পেশাগত দায়িত্ববোধ বজায় রাখার বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে হুমকি প্রদান করে মার্কেটিং ও একাউন্টিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী।

এছাড়া ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে একজন নারী সাংবাদিকের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে।