পাকিস্তানের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ

পাকিস্তান সফলভাবে তাদের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট এইচএস-১ চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাঠিয়েছে। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো একে ‘ঐতিহাসিক অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেছে।

এইচএস-১ স্যাটেলাইট পৃথিবীর ভূমি, উদ্ভিদ, পানি ও নগর এলাকার অতিস্পষ্ট হাইপারস্পেকট্রাল ছবি তুলতে সক্ষম। সাধারণ স্যাটেলাইট ক্যামেরার তুলনায় এটি শত শত ক্ষুদ্র রং ব্যান্ডে ছবি ধারণ করতে পারে, যা মানুষের চোখ বা প্রচলিত স্যাটেলাইটে ধরা সম্ভব নয়।

সুপারকোর এক বিবৃতিতে জানিয়েছেন, এই প্রযুক্তি কৃষি উৎপাদন, পরিবেশ পর্যবেক্ষণ, নগর পরিকল্পনা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে। স্যাটেলাইটটি ফসলের অবস্থা, মাটির আর্দ্রতা, পানি মান, বন ধ্বংস, দূষণ ও হিমবাহ গলনের সঠিক চিত্র দেবে।

এছাড়া, এটি বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা এবং পরবর্তী ক্ষয়ক্ষতির মূল্যায়নেও সহায়তা করবে।

সুপারকোর চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ খান বলেন, হাইপারস্পেকট্রাল স্যাটেলাইটের তথ্য কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, জলবায়ু সহনশীলতা জোরদার এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় বিপ্লব ঘটাবে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ সাফল্যের জন্য পাকিস্তানি প্রকৌশলী ও বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে বলেন, মহাকাশ গবেষণায় চীনের সঙ্গে পাকিস্তানের সহযোগিতা উদাহরণযোগ্য। এই অর্জন জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বড় ভূমিকা রাখবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় একে পাকিস্তানের মহাকাশ কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অভিহিত করেছে।