জুলাইয়ে আন্দোলনকারীদের ওপর নিষ্ঠুরভাবে দমন-পীড়ন শেখ হাসিনা সরকারের ভুল ছিল বলে স্বীকার করছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি এপির সাথে সাক্ষাতকারে এ ভুল স্বীকার করেন।
নির্বাচন অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু না হলে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা কাটবে না বলেও সজীব ওয়াজেদ জয় অ্যাসোসিয়েটেড প্রেস এপিকে দেওয়া সাক্ষাৎকারে জানান।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে অ্যাসোসিয়েটেড প্রেস-এপির মুখোমুখি হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এই সাক্ষাৎকারে উঠে আসে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট।
এপির প্রতিবেদনে বলা হয়, ২৪ এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পতন হয়। ওই সময় তিনি দেশত্যাগে বাধ্য হন এবং বর্তমানে তিনি ভারতে নির্বাসিত অবস্থায় রয়েছেন।
জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হাসিনা সরকারের নিষ্ঠুর দমন-পীড়ন ভুল ছিলো বলে সাক্ষাৎকারে স্বীকার করেন জয়। তবে তিনি বলেন, জাতিসংঘ প্রতিবেদনে ১৪০০জন নিহত হওয়ার কথা বলা হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ৮০০জন নিহতের কথা বলেছেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তাহলেই নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু। অন্যথায় বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা বাড়বে।
দেশ অস্থিতিশীল হলে ইসলামপন্থীরা লাভবান হবে উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় এপিকে বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে প্রফেসর ইউনূস কারসাজিপূর্ণ নির্বাচনের পরিকল্পনা করছেন।
