ওপেনার সৌম্য সরকার আর অলরাউন্ডার রিশাদ হোসেনের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই করার পুঁজি পেয়েছে বাংলাদেশ।
ম্যাচের শুরুতে ধুঁকতে থাকা বাংলাদেশ দলকে পথ দেখান দীর্ঘদিন দলের বাইরে থাকা সৌম্য সরকার। আর শেষদিকে রিশাদ ঝড়ে মিরপুরের উইকেটে ২১৩ রানের স্বস্তির সংগ্রহ পেয়ে যায় টাইগাররা।
মিরপুরের লো স্কোরিং উইকেটে এই স্কোর যে ক্যারিবীয়দের চ্যালেঞ্জে ফেলবে, সেটি প্রথম ওয়ানডেতেই দেখা গেছে। সে ম্যাচে জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।
শুরুতে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ওপেনার সৌম্য সরকার এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মধ্যে থাকেন।
৩১তম ওভারে আউট হওয়ার আগে ৩ চার ও ১ ছয়ে ৪৫ রান করেন সৌম্য সরকার। তার বিদায়ের পর ব্যাট হাতে দলকে সম্মানজনক স্কোরের দিকে এগিয়ে নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও উইকেটকিপার নুরুল হাসান সোহান।
সোহান ২৩ রানে আউট হলেও ৩২ রানে অপরাজিত থাকেন মিরাজ। সোহানের আউটের পর ১৪ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন রিশাদ হোসেন। ৩ চার, ৩ ছয়ে ইনিংসটি সাজান তিনি।
৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২১৩ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন গুটিকেশ মটি।
