বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে বড় দলগুলো। আয়ারল্যান্ডকে হারিয়েছে পর্তুগাল, বুলগেরিয়ার বিপক্ষে বড় জয় তুলেছে তুর্কিয়ে। স্পেন হারিয়েছে জর্জিয়াকে, ইতালি হারিয়েছে এস্তোনিয়াকে। প্রত্যাশিত জয় তুলেছে অন্যান্য দলগুলোও।
আয়ারল্যান্ডের বিপক্ষে পেনাল্টি পেয়েছিল পর্তুগীজরা। সেই পেনাল্টিতে গোল করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। পরে রুবিন নেভেসের গোলে ১-০তে জয় পেয়েছে পর্তুগাল। বাছাইয়ে ইসরায়েলের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে নরওয়ে। হ্যাটট্রিকের পর বিশ্বকাপের বাছাইপর্বে হালান্ডের গোলসংখ্যা এখন ১২, যা এ পর্বে এখনও সর্বোচ্চ।
স্পেনের এলচে’তে হওয়া ম্যাচে জর্জিয়াকে ২-০ গোলে হারিয়েছেন স্পেন। গোল করেছেন জেরেমি পিনো ও মিকেল ওরজাইবাল। সার্বিয়ার লেসকোভ্যাক স্টেডিয়ামে হওয়া ম্যাচে আলবেনিয়ার কাছে হেরেছে সার্বিয়া। একমাত্র গোলটি করেছেন আলবেনিয়ার রে মানাজ।
এস্তোনিয়ার তাল্লিনে হওয়া ম্যাচে ৩-১ গোলে জিতেছে ইতালি। ইতালির তিন গোল করেন মোইসে কেন, মাতেও রেতেগুই এবং পি এসপিসিতো। নরওয়ের পর দুইয়ে আছে ইতালি, পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে তারা। এস্তোনিয়ার একমাত্র গোলটি করেন রাউনো স্যাপিনেন। লাটভিয়া ও অ্যান্ডোরার ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে।
বড় জয় তুলেছে তুর্কিয়ে। তারা বুলগেরিয়াকে হারিয়েছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে। তুর্কিয়ের গোল আসে আর্দা গুলার, কেনান ইলদিজ জেকি সেলিক ইরফান চ্যান কাহভেচি। বুলগেরিয়ার গোলটি করেন রাদোসল্যাভ কিরিলাভ। আর্মেনিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে হাঙ্গেরি। হাঙ্গেরির দুটি গোল করেন ড্যানিয়েল লুকাছ এবং সোম্বার গুরবার।
