এবার সংঘাতে পাকিস্তান-আফগানিস্তান, সীমান্তে ব্যাপক গোলাগুলি

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক

‘প্রক্সি’ যুদ্ধ আর পাল্টাপাল্টি অভিযোগ থেকে বেরিয়ে এবার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে আফগানিস্তান ও পাকিস্তান।

শনিবার গভীর রাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়েছে।

এই প্রতিবেদন লেখার সময় পাক-আফগান সীমান্তের পাঁচটি পয়েন্টে সংঘর্ষ চলার খবর দিয়েছে সামরিক সূত্রগুলো।

এর মধ্য দিয়ে চলতি বছর ভারতের পর আরও একটি প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতে জড়ালো পাকিস্তান। এই ঘটনা এমন সময়ে ঘটলো, যখন তালেবান ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করতে যাচ্ছে।

কাবুলে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকেই ইসলামাবাদের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কের অবনতি হয়। পাকিস্তানে বাড়তে থাকে সন্ত্রাসী হামলা।

আরও পড়ুন- পাকিস্তানে আত্মঘাতি হামলায় ১৬ সেনা নিহত

ইসলামাবাদ এর জন্য তালেবানকে দায় দিয়ে বলে আসছে যে, কাবুল সরকারের ইন্ধনেই সীমান্ত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চলছে।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে কি হচ্ছে?

বৃহস্পতিবার তালেবান সরকার পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানে বিমান হামলা চালানোর অভিযোগ তুলে। একইসঙ্গে এর বদলা নেওয়ার হুঁশিয়ারি দেয়।

এরপরই শনিবার রাতে পাকিস্তানের কয়েকটি সামরিক চৌকিতে হামলা চালায় তালেবান।

তালেবান বাহিনী এ পর্যন্ত পাকিস্তানের ২টি সেনা চৌকি দখলের দাবি করেছে।

এদিকে আফগানিস্তানের হামলার জবাবে পাকিস্তানও কামান, ট্যাংক, ভারী অস্ত্রসহ জবাব দিচ্ছে। ফলে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে।

পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র দাবি করেছে, আফগানিস্তানের বেশকিছু সামরিক স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে, তিনটি ড্রোন নামানো হয়েছে।

2 thoughts on “এবার সংঘাতে পাকিস্তান-আফগানিস্তান, সীমান্তে ব্যাপক গোলাগুলি”

Comments are closed.