শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্র আন্দোলনের নেত্রী মারিয়া করিনা

এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন ভেনেজুয়েলার গণতন্ত্র আন্দোলনের প্রধান নেতা ও মানবাধিকারকর্মী মারিয়া করিনা মাচাদো। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা এবং স্বৈরশাসন থেকে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তরের জন্য নিরলস সংগ্রাম করায় স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়, মারিয়া করিনা মাচাদো এমন এক সময়ে সাহসী নেতৃত্বের পরিচয় দিয়েছেন, যখন গণতন্ত্রের কণ্ঠরোধ করতে রাষ্ট্রযন্ত্র সক্রিয়ভাবে কাজ করছে। তিনি জনগণের অধিকার, ন্যায়বিচার ও শান্তির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অনুপ্রেরণাদায়ক।

বিস্তারিত আসছে…..