নারী ওয়ানডে বিশ্বকাপ: বাংলাদেশকে ৪ উইকেটে হারালো ইংল্যান্ড

নারীদের ওয়ানডে বিশ্বকাপে অল্প পুঁজি নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সহজ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখলো নিগার সুলতানার দল।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভারতের গুয়াহাটিতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১৭৮ রানে অলআউট হয়ে যায় টাইগ্রেসরা। ছোট লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংলিশরা। স্কোরবোর্ডে ৭৮ রান তুলতেই ৫হ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। ষষ্ঠ উইকেট জুটিতে হেদার নাইট ও অ্যালিস ক্যান্সি মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। ক্যান্সি আউট হলে ভাঙে তাদের ২৫ রানের জুটি। তবে এক প্রান্ত আগলে রেখে অপরাজিত ৭৯ রানের দারুণ এক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হেদার নাইট।

এছাড়া স্কাইভার-ব্রান্ট করেন ৪১ বলে ৩২ রান, শেষদিকে এলিস ক্যাপসি খেলেন ৩৪ বলে ২০ রানের ইনিংস। আর শার্লট ডিন অপরাজিত থাকেন ৫৬ বলে ২৭ রানে।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন ফাহিমা খাতুন। দুটি উইকেট নেন মারুফা আক্তার। আর একটি উইকেট পান সানজিদা আক্তার মেঘলা।

শুরুতে ওপেনার শারমিন আক্তার করেন ৫২ বলে ৩০ রান। ৯২ বলে ফিফটিতে পৌঁছান সোবহানা। তার সঙ্গে রাবেয়ার অষ্টম উইকেটে আসে ২৩ বলে ২৬ রান। এ ছাড়া দুই অঙ্কে যেতে পেরেছেন কেবল স্বর্ণা আক্তার (১০)। বাকিদের কেউই সুবিধা করতে পারেননি। দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২ বল খেলে শূন্য রানে আউট হন। অতিরিক্ত রান থেকে যোগ হয় আরও ১৭ রান। শেষে ১৭৮ রানে অলআউট হয় টাইগ্রেসরা।