চাঁদাবাজির মামলায় আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধানমন্ডির সাবেক সমন্বয়ক রাব্বিসহ ৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকার বসিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে চাঁদাবাজির অভিযোগে এই ৫ জনকে আটক করে যৌথ বাহিনী।
সোমবার তাদের আদালতে হাজির করে ৭দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
পরে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে মঙ্গলবার রিমান্ড শুনানির সময় ঠিক করেছেন।
সাইফুল ইসলাম রাব্বি এর আগে মধ্যরাতে এক প্রকাশকের বাসায় ঢোকার চেষ্টা করে আটক হয়েছিলেন। সেসময় সাবেক সমন্বয়ক হান্নান মাসউদ তার পক্ষ নিলে রাব্বিকে ছেড়ে দেয়া হয়।
