ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত-বাংলাদেশের ম্যাচ দারুণ জমেছিল। ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও দুইবার সমতা আনে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের দল। শেষ সেকেন্ডে গোল করে বাংলাদেশের সমতা আনেন এহসান হাবিব রেদোয়ান। তবে টাইব্রেকারে হেরে ভারতের কাছে শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশের।
ফাইনাল ম্যাচে নেমে ১২ মিনিটের মাথায় প্রথম গোল হজম করে বসে বাংলাদেশ। এরপর ২৫ মিনিটে ম্যাচে সমতা আনেন মোহাম্মদ মানিক। কর্নার থেকে ভাসানো বলে হেড করে গোল করেন, ম্যাচের ব্যবধান দাঁড়ায় ১-১ গোলের।
৩৮ মিনিটের সময় আবারও এগিয়ে যায় ভারত। এবার গোল করেন আজলান, ২-১ ব্যবধানে আবারও এগিয়ে যায় ভারত। পরে ওই ব্যবধানে বিরতিতে যায় দুদল। বিরতির পর বাংলাদেশের বেশ কিছু চেষ্টা আটকে যায় বারে। তবে শেষ একদম শেষ সেকেন্ডে হারতে হারতে ম্যাচে সমতা আনে বাংলাদেশ। ৯৭ মিনিটে গোল করে ২-২ সমতা আনেন রেদোয়ান।
ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ভারত প্রথম দুটো শটে গোল করলেও বাংলাদেশের দুটো শটই আটকে দেন ভারতের গোলকিপার। তৃতীয় শটে বাংলাদেশ গোল করলেও চতুর্থ শটে গোল করে ২(৪)-২(১) ব্যবধানে ম্যাচের সাথে শিরোপাও নিজেদের করে নেয় ভারত।
