এশিয়া কাপ: নাটকীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারালো ভারত

এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ওভারে জয় পেয়েছে ভারত। এই জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ফাইনালের চূড়ান্ত প্রস্তুতি সাড়লো সূর্যকুমার যাদবের দল। উত্তেজনায় ভরা ম্যাচে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টি-টুয়েন্টি সেঞ্চুরী তুলে ম্যাচ সেরা হয় শ্রীলঙ্কান ওপেনার পাথথুম নিশাঙ্কা।


এর আগে দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০২ রান তোলে ভারতীয়রা। যা এবারের আসরের সর্বোচ্চ টিম টোটাল। অভিষেক শর্মার ৬১ রানের ইনিংস ও তিলক ভার্মার অপরাজিত ৪৯ রানে বড় পুজি গড়ে টিম ইন্ডিয়া। এনিয়ে টানা তিন ম্যাচে হাফ সেঞ্চুরী পান ওপেনার অভিষেক।

জবাবে ৭ রানের ওপেনিং জুটি ভাঙ্গলেও দ্বিতীয় উইকেটে ১২৭ রানে জুটি গড়ে পেরেরা ও নিশাঙ্কা জুটি। হাফ সেঞ্চুরী করা কুশাল পেরেরা ৫৮ রান করলেও পাথথুম নিশাঙ্কা ক্যারিয়ারের প্রথম টি-টুয়েন্টি ম্যাজিক ফিগারের দেখা পান এশিয়া কাপের টুর্নামেন্টে। ৫২ বলে সেঞ্চুরী করা ডান হাতি ব্যাটারের ১০৭ রানের ইনিংসটি সাজানো ছয় ছক্কা ও সাত বাউন্ডারিতে।

ভারতের ২০৩ রানের জবাবে শেষ বলে তিন রানের প্রয়োজন হলেও দুই রানের বেশী তুলতে পারেনি শ্রীলঙ্কা। এতেই ম্যাচ গড়ায় সুভার ওভারে। সেখানেও চলে চরম নাটকীয়তা। দুই উইকেটে ২ রানের বেশী তুলতে না পারা চারিথা আসালাঙ্কার দলকে হারাতে কোন বেগ পেতে হয়নি সূযকুমার যাদবদের।

একই ভেন্যুতে রোববার গ্র্যান্ড ফাইনালে শিরোপার জন্য লড়বে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।