বগুড়ায় ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
ফুলবাড়ি কাঠালতলি এলাকায় শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, পূজার ছুটিতে পরিবার নিয়ে ঢাকা থেকে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন বিপুল চন্দ্র দাস।
এসময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি ধুমড়ে-মুচড়ে গেলে বিপুল ও তার ছেলের মৃত্যু হয়।
গুরতর আহত বিপুলের স্ত্রী ও মেয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
দুর্ঘটনায় বাবা-ছেলে ছাড়াও সিএনজি চালকের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যায় বলে জানিয়েছে বগুরার সারিয়াকান্দি থানার পুলিশ।
