এশিয়া কাপের ফাইনালে ওঠার সুযোগ তৈরি হলেও বলে-ব্যাটে ছন্নছাড়া পারফরম্যান্সে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবারের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১১ রানে হেরেছে মুস্তাফিজরা।
ফলে ২৮ ফেব্রুয়ারির ফাইনালে ভারতের সঙ্গে ৩য় বার লড়বে পাকিস্তান, টুর্নামেন্টে আগের দুই দেখায় পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে শুভমন গিল-অভিষেক শর্মারা।
ফাইনালে যাওয়ার আশায় ম্যাচের শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশের বোলাররা। পাকিস্তানকে চেপে ধরে ৪৯ রানেই ফেলে দেয় ৫ উইকেট।
এরপরের চিত্র কেবল হতাশার। শেষ ৮ ওভারে ঝড় তুলে পাকিস্তান নেয় ৮০ রান। তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৬ রানের।
কিন্তু ভারতের পর পাকিস্তান ম্যাচেও ব্যাটসম্যানরা আসা-যাওয়ার প্রদর্শনী করেছেন। ফলে ১০ ওভার শেষে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করতে পারে। তাতেই ম্যাচ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
শেষ দিকে ব্যাটসম্যানরা চেষ্টা চালালেও তা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না।
পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি।
