বিশেষ প্রতিনিধি
দীর্ঘ বিরতির পর ১ নভেম্বর থেকে সীমিত পরিসরে সেন্টমার্টিন ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা। বেশকিছু নিয়মের মধ্যে এবার সেন্টমার্টিনে ভ্রমণ করতে যেতে হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, এবার ৪ মাস সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ থাকবে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের পর্যটন সচিব নাসরীন জাহান জানান, সেন্টমার্টিনে প্রতিদিন ২ হাজার পর্যটক যাওয়ার সুযোগ পাবেন।
“পর্যটকদের জন্য খোলার আগে নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবতে হবে। যেহেতু এটা ইউএন হেরিটেজ জায়গা। সেখানে প্রবালসহ সব কিছু সংরক্ষণ করতে হবে।”
পর্যটকদের সেন্টমার্টিনে থাকার বিষয়েও বিধিনিষেধ রাখবে সরকার।
নাসীর জাহান বলেন, “প্রথম ২ মাস দিনের ট্যুর চলবর। পরের ২ মাস রাতে থাকতে পারবে পর্যটকরা।”
