ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে স্পেন

রয়্যাল ডিক্রি ল’ এর মাধ্যমে ইসরায়েলের ওপর সম্পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে স্পেন।

এই সিদ্ধান্তের ফলে সকল ধরনের অস্ত্র বিক্রি ও সামরিক প্রযুক্তি বাণিজ্য বন্ধ থাকবে।

এছাড়াও স্পেনের বন্দর ব্যবহার করে জ্বালানি সরবরাহ বা পরিবহন করার অনুমতিও ইসরায়েলকে দেওয়া হবে না।

স্পেনের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেন ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অবস্থান নিলো।

উল্লেখ্য, দুইদিনে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডাসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।