ঢাকার সরকারি সাতটি কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যােগের বিরুদ্ধে শিক্ষকরা ষড়যন্ত্র করছেন- এমন অভিযোগ শিক্ষার্থীদের।
দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে বৃহস্পতিবার ঢাকা কলেজে বিক্ষোভ দেখিয়েছেন তারা।
এসময় লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা দাবি করেন, সরকারের উদ্যােগের বিরুদ্ধে একটি পক্ষ ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উসকে দিচ্ছে।
“ঐতিহ্য রক্ষার নামে তারা শেষ মুহূর্তে এসেও সরকারের কাজে বাধা সৃষ্টি করতে কতিপয় শিক্ষার্থীকে ব্যবহার করছে”, বলা হয় শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনে।
শিক্ষার্থীদের অভিযোগ, কিছু শিক্ষক দীর্ঘদিন ধরে এই কার্যক্রম নিয়ে সংশয়ে থেকেছেন, এখন তারা সংগঠিত হয়ে আন্দোলনে নেমেছেন।
তারা ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে সরকারি বিভিন্ন দফতরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ।
দ্রুত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
