এশিয়া কাপে সুপার ফোরে ওঠার লড়াইয়ে বাংলাদেশের তাকিয়ে থাকবে হবে আজকের শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। এছাড়া ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশসহ তিন দলের সামনেই এখন সুপার ফোরে ওঠার সমীকরণ চূড়ান্ত।
কেননা গ্রুপপর্বের তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪। বর্তমানে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট -০.২৭০। শীর্ষে থাকা লঙ্কানরা এখনও ম্যাচ হারেনি, বাকি আছে আফগানদের বিপক্ষে লড়াই।
তবে, শ্রীলঙ্কার নেট রাটরেট +১.৫৪৬। অন্যদিকে, আফগানরা ২ ম্যাচ শেষে ২ পয়েন্টের পাশাপাশি নেট রানরেট +২.১৫০। বাংলাদেশের জন্য তাই নেট রানরেট চিন্তার কারণ, সেটাই স্বস্তি দিচ্ছে আফগানদের।
তবে আফগানদের সামনে পথটা সহজ নয়, সুপার ফোরে উঠতে হলে লঙ্কানদের বিপক্ষে তাদের জিততেই হবে। সেদিক থেকে বিপদে আছে লঙ্কানরাও। কেননা আফগানিস্তানের বিশাল ব্যবধানে হারলেও তারাও সুপার ফোরে ওঠার দৌঁড় থেকে বাদ পড়বে।
সুপার ফোরের সমীকরণ
বাংলাদেশের ক্ষেত্রে- শ্রীলঙ্কাকে জিততে হবে। আর যদি আফগানিস্তানের সাথে হারে সেক্ষেত্রে ব্যবধান হতে হবে অন্তত ৭১ রান কিংবা ৫৩ বল বাকি। তাহলে বাংলাদেশ ও আফগানরা পরের পর্বে যাবে।
আফগানিস্তানের ক্ষেত্রে-শ্রীলঙ্কার বিপক্ষে আজ জিততেই হবে। কেননা জিতলে তিন দলের পয়েন্ট সমান ৪ হলেও, নেট রানরেটের কারণে বাদ পড়বে বাংলাদেশ। আর হারলে সরাসরি সুপার ফোরে যাবে বাংলাদেশ।
শ্রীলঙ্কার ক্ষেত্রে– আফগানিস্তানের বিপক্ষে জিতলেই সুপার পরে চলে যাবে শ্রীলঙ্কা। তাহলে বাদ পড়বে আফগানিস্তান। আর যদি হারে সেক্ষেত্রে টার্গেটে ব্যাট করলে ৭১ রানের কমে ও আর বল করলে ৫৩ বলের কমে ।তখন শ্রীলঙ্কা ও আফগানিস্তান উঠবে। বাংলাদেশ বাদ পড়বে।
