কাতারের রাজধানী দোহায় হামাস প্রতিনিধের ওপর ইসরাইলের “কাপুরুষোচিত” হামলার নিন্দা জানিয়েছে আরব ও মুসলিম দেশগুলো নিন্দা জানিয়েছে। এদিকে, তাদের এই হামলার পর ইসরাইলের বিপক্ষে পরবর্তী পদক্ষেপের জন্য আজ কাতার এবং সোমবার আরব ও মুসলিম নেতাদের নিয়ে একটি শীর্ষ সম্মেলন আয়োজন করছে।
কাতারে হামাসের ওপর ইসরাইলের বিমান হামলায় যুক্তরাষ্ট্র “খুশি নয়” বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, এই হামলায় ইসরাইলের সঙ্গে ওয়াশিংটনের বন্ধুত্বের অবস্থান পরিবর্তন করবে না।
এদিকে, গাজায় ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। গাজা জুড়ে ইসরাইল ভবন ধ্বংস করে চলেছে।
গাজা শহরের পশ্চিমাঞ্চলে নৌকা থেকে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
শনিবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৪৯ জন গাজা সিটিতে নিহত হয়েছেন।
