ফিফার দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়েছিল বাংলাদেশ ছেলেদের জাতীয় দল। প্রথম ম্যাচে খেলে ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল গতকাল মঙ্গলবার। তবে নেপালের সরকার বিরোধী আন্দোলনের কারণে সেটি হয়নি। খেলোয়াড়দের দেশে ফেরার কথা থাকলেও সেটিও অনিশ্চিত হয়ে পড়েছে।
নেপালের সরকার পতনের পর আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে গেছে। কারণ দেশটির বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া ইমিগ্রেশনও এখনও ঠিকঠাক হয়নি। ফলে বাংলাদেশ কবে দেশে ফিরতে পারবে সে সম্পর্কেও ফুটবল ফেডারেশন এখনও কোনো তথ্য দিতে পারেনি।
বাংলাদেশ দলের ফেরার অনিশ্চয়তা থাকলেও নিরাপদে আছে দল এমন জানিয়েছেন মিডফিল্ডার সোহেল রানা। তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ, গতকালের থেকে আজকে আমাদের দলের অবস্থা ভালো। কারণ গতকাল নেপালে যে অবস্থা ছিল তার চেয়ে আজকে অনেক শান্ত।’
‘পরিবারের সাথে আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে। আর্মি দায়িত্ব নেয়ায় নিরাপত্তা নিয়ে পরিবারের কেউ আর তেমন চিন্তা করছে না। এজন্য আমাদের হোটেলের বর্তমান অবস্থা ভালো বলে মনে করছি। পরিবারও চিন্তা মুক্ত আছে। আজকে সকালের নাস্তার পর আমাদের যে কার্যক্রমগুলো থাকে সেগুলোর মধ্যে জিম সেশন করেছি। আমাদের যে সূচী থাকে সেই অনুযায়ী আমরা বর্তমানে হোটেলে সময় কাটাচ্ছি।’
সোহেল রানা আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে জানতে পেরেছি প্রেসিডেন্ট তাবিথ আউয়াল ভাই, ক্রীড়া উপদেষ্টা ইতিমধ্যে আমাদের সাথে কথা বলেছেন, তারা চেষ্টা করছেন কিভাবে আমাদের নিরাপদে বাংলাদেশে আনা যায়। সেটা নিয়ে তারা কাজ করছেন, সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছেন।’
