যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, ন্যাশনাল গার্ড প্রত্যাহারের দাবি

যুক্তরাষ্ট্রে রাজধানী ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প বিরোধী বিক্ষোভ ও মোতায়েন করা ন্যাশনাল গার্ড প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমেছেন কয়েক হাজার মানুষ।

বিক্ষোভ থেকে “ ডোনাল্ড ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে” বলেও দাবি করা হয়। রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আন্দোলনকে ডেমোক্র্যাটদের নেতৃত্ব হচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বলেন, ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন এই আন্দোলন দমন করা হবে। এছাড়া শিকাগোতে ১৯৭৯ সালের ভিয়েতনাম যুদ্ধভিত্তিক চলচ্চিত্র “অ্যাপোক্যালিপস নাউ”-এর প্যারোডি করায় হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, শিকাগো থেকে অভিবাসীদের বহিষ্কার করা হবে।

যুক্তরাষ্ট্রের বিক্ষোভ নিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, বিক্ষোভকারীরা ট্রাম্পের সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন এবং পোস্টারে বিভিন্ন বার্তা লিখে আনেন। লেখা ছিল— “ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে”, “ডিসিকে মুক্ত করো”, “স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো”।

ট্রাম্প দাবি করেন, অপরাধ নিয়ন্ত্রণে আনতেই গত মাসে তিনি সেনা মোতায়েন করেছেন, যাতে “আইন, শৃঙ্খলা ও জননিরাপত্তা” পুনঃপ্রতিষ্ঠিত হয়। কিন্তু বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ওয়াশিংটনে সহিংস অপরাধ ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

বর্তমানে ছয়টি রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্য থেকে আসা সৈন্যসহ দুই হাজারের বেশি সেনা ওয়াশিংটনে টহল দিচ্ছে।