মালিবাগে সোহাগ কাউন্টারে হামলার ঘটনায় ২ যুবক গ্রেপ্তার

গ্রেফতার বিল্লাল ও বাপ্পি

রাজধানীর মালিবাগে সোহাগ কাউন্টারে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজে চিহ্নিত মূল হামলাকারী বিল্লাল তালুকদার ও বাপ্পি’কে গ্রেফতার করেছে র‍্যাব। বিল্লাল তালুকদার’কে রাজধানীর হাতিরঝিল থানাধীন আমবাগান এলাকা হতে এবং বাপ্পি’কে রাজধানীর কেরানীগঞ্জ মডেল টাউন এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

গত ০৩ সেপ্টেম্বর (বুধবার) রাত ১১টার সময়
বুধবার রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের বাস কাউন্টারে ভাঙচুর ও হামলার পাশাপাশি পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায়ও হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে আলী হাসান পলাশ তালুকদার ও তার ব্যক্তিগত গাড়িচালক মামুন গুরুতর আহত হয়েছেন।

হামলার ঘটনাটি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয় এক রাজনীতিকের যোগসাজশের অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত, সোহাগ পরিবহনের দুটি কাউন্টারের ৩০ থেকে ৩৫ জন লোক দলবদ্ধ হয়ে চাপাতি, রামদা, কিরিচ ইত্যাদি নিয়ে হামলা চালায়। এ ঘটনায় সোহাগ পরিবহনের সিকিউরিটি অফিসার বাদি হয়ে গত ০৪ সেপ্টেম্বর ১৬ জনের নাম উল্লেখ ও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করে।