ডাকসু: জিএস পদে বাকেরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মাহিন সরকার

ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে বাগছাসের আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন এনসিপির বহিষ্কৃত নেতা মাহিন সরকার।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে মাহিন জানান, গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতেই তিনি বাকেরকে সমর্থন দিয়েছেন।

মাহিন ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলের জিএস প্রার্থী ছিলেন, গত ১৮ আগস্ট তাকে এনসিপি থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। বাগছাস এনসিপির ছাত্র সংগঠন।

মাহিন জানিয়েছেন, জিএস পদে আবু বাকেরকে সমর্থন দিলেও তার প্যানেলের অন্য প্রার্থীদের বিষয়ে আশাবাদী তিনি।

সমর্থন পেয়ে মাহিন সরকারকে ধন্যবাদ জানিয়ে আবু বাকের মজুমদার বলেন, “তিনি বড় মনের পরিচয় দিয়েছেন।”