গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে দাবিতে পল্টন মোড় অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
এর আগে বিকাল ৪:৩০ টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে দলটির নেতা কর্মীরা।
দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান আগামী ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে, শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী সংহতি সমাবেশ করবে গণঅধিকার পরিষদ। ঐদিন জাতীয় পার্টি সহ ১৪ দল নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী সবগুলো দল ঐক্যবদ্ধভাবে কর্মসূচি দেবে জানান তিনি ।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ নিয়েছে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
