সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ দলের বাছাইপর্ব খেলবে বাংলাদেশ। ভিয়েতনামে হতে যাওয়া ওই আসরে অংশগ্রহণের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে ঘোষিত এ দলে জায়গা করে নিয়েছেন ইংলিশ বংশদ্ভূত মিডফিল্ডার কিউবা মিচেল।
দলে জায়গা করে নিয়েছেন আরেক তারকা ইতালি প্রবাসী ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম। তাদের সাথে আরও আছেন ফাহমিদ সালিক ও জায়ান আহমেদের মতো বিদেশি বংশদ্ভূত খেলোয়াড়েরা। প্রধান কোচ হিসেবে বাংলাদেশ দলের দায়িত্বে থাকবেন একেএম সাইফুল বারী টিটু।
এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩এ বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। গ্রুপে আছে ভিয়েতনাম, ইয়েমেন এবং সিঙ্গাপুর। খেলা শুরু হবে সেপ্টেম্বরের ৩ তারিখ থেকে। বাংলাদেশের প্রথম খেলা স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে।
বাংলাদেশ দল:
গোলরক্ষক: মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান ও মো. আসিফ।
ডিফেন্ডার: জাহিদ হাসান শান্ত, শাকিল আহাদ তপু, কামাচাই মারমা আকে, সাব্বির হোসেন, রিমন হোসেন, জায়ান আহমেদ, মিঠু চৌধুরী।
মিডফিল্ডার: মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, ফাহমিদ সালিক, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মোহসিন আহমেদ, কিউবা রাউল মিচেল, ফাহমিদুল ইসলাম।
ফরোয়ার্ড: আরমান ফয়সাল আকাশ, রাজু আহমেদ জিসান, মিরাজুল ইসলাম, রাব্বী হোসেন রাহুল, পিয়াস আহমেদ নোভা ও আল আমিন।
