সাফে সুরভীর হ্যাটট্রিকে নেপালকে দ্বিতীয়বার হারাল বাংলাদেশ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে দ্বিতীয় লেগে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ভুটানে হওয়া এ ম্যাচে সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে টিম টাইগ্রেস। চার ম্যাচ শেষে তিন জয়ে বাংলাদেশের পয়েন্ট এখন ৯ ।

নেপালের বিপক্ষে নেমে ভালো সুযোগগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধে বেশকটি সুযোগ পেলেও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৩৮ মিনিট পর্যন্ত। থুইনুয়ে মারমার গোলে ১-০তে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। বিরতির ঠিক আগের মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। লেফট উইং থেকে মামোনি চাকমার অ্যাসিস্টে বাঁপায়ের জোরালো শটে ম্যাচের দ্বিতীয় গোল করেন সুরভী, ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

৪৭ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলে একটি গোল হজম করে বাংলাদেশ, ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আলপি-সুরভীরা। বিরতির পর বাংলাদেশকে কিছুটা চাপে রেখেছিল নেপালের মেয়েরা। ৫০ মিনিটের সময় নেপালের প্রথম স্কোরার গোলকিপার ইয়ারজানকে একা পেলেও বল বাইরে মারেন।

৭১ মিনিটে নিজের দ্বিতীয় এবং ম্যাচের তৃতীয় গোল করেন সুরভী। মামোনি চাকমার কর্নার থেকে ডি বক্সের মধ্যে পাওয়া বল হালকা টোকায় জালে জড়াতে ভুল করেননি সুরভী, ম্যাচের ব্যবধান দাঁড়ায় ৩-১। ৮০ মিনিটের সময় গোলকিপার ইয়ারজান ব্যাকপাসের বল ধরে ডি বক্সের মধ্যে হ্যান্ডবল পায় নেপাল, যদিও সে সুযোগ কাজে লাগাতে দেয়নি বাংলাদেশের ডিফেন্ডাররা।

খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূরণ করেন সুরভী আকন্দ প্রীতি। ৮৫ মিনিটে মামোনি চাকমার অ্যাসিস্টে সহজ গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন, ৪-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরে ওই ৪-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা।