আইসিটি খাতের অনিয়ম-দুর্নীতির তথ্য যেভাবে পাঠাবেন

আইসিটি খাতে গত ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত অনিয়ম ও দুর্নীতির পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রণয়ন করতে তথ্য আহ্বান করেছে শ্বেতপত্র প্রণয়ন টাস্কফোর্স।

শ্বেতপত্র প্রণয়নের চূড়ান্ত ধাপে নাগরিক ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে দেশবাসীর কাছে তথ্য, মতামত ও প্রস্তাবনা আহ্বান করেছে টাস্কফোর্স।

বিশেষ করে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সংঘটিত অনিয়ম, যেমন- টেন্ডার কারসাজি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকল্পের স্থান নির্ধারণসহ যে কোন তথ্য জমা দেওয়া যাবে।

অনিয়ম-দুর্নীতির তথ্য পাঠানোর নিয়ম:

ইমেইলে আইসিটি খাতের অনিয়ম ও দুর্নীতির তথ্য পাঠানো যাবে।
ইমেইল: ictwhitepaperbd2025@gmail.com
জরিপ ফর্ম: https://forms.gle/U81miZaZrQKWTwit8