ঢাকার মৌচাকের একটি বেসরকারি হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেটকার থেকে ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি মরদেহ ড্রাইভারের পাশের সিট এবং আরেকটি গাড়ির পেছনের সিটে পড়ে ছিল। মরদেহ দুটির মুখ ও মাথা থেঁতলানো থাকলেও শরীরের বাকি অংশ অক্ষত।
ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে ২ জনকে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে।
ঢাকার রমনা থানার ওসি গোলাম ফারুক জানিয়েছেন, পুলিশ এখনো নিহতদের পরিচয় নিশ্চিত হতে পারে নি।
লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি।
