এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার টিকিট কেটেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল বেশ কিছু দিন আগে। ওই দলের নেতৃত্বে ছিলেন আফঈদা খন্দকার। এবার টিকিট পেল অনূর্ধ্ব-২০ লাল-সবুজের মেয়েরাও। এবারও এ দলের অধিনায়ক আফঈদা খন্দকার। শেষ ম্যাচে সাউথ কোরিয়ার কাছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হেরে কিছুটা শঙ্কা জেগেছিল। তবে চীনের কাছে লেবানন ৮-০ গোলে হেরে সব শঙ্কা দূর করেছে।
লাওসে বাছাইয়ে শেষ ম্যাচ হারার পর দৃষ্টি ছিল রানার্সআপ হিসেবে। সেখানে ৮ গ্রুপের সেরা তিন রানার্সআপের মধ্যে থেকে থাইল্যান্ডে হতে চলা আগামী আসরে টিকিট পেয়েছে বাংলাদেশ। গোল ব্যবধানে এগিয়ে থাকায় তৃতীয় দল হিসেবে এই জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ বাছাইয়ে ৩৩টি দল আট গ্রুপে ভাগ হয়ে খেলছে এবারের বাছাইয়ের আসর। গ্রুপ চ্যাম্পিয়ন ৮ দল সরাসরি জায়গা করে নিয়েছে থাইল্যান্ডে হতে চলা মূল আসরে। গোল ব্যবধানে সেরা তিন রানার্সআপ হিসেবে বাংলাদেশও জায়গা করে নিয়েছে আগামী বছর থাইল্যান্ডে হতে চলা মূল আসরে।
লাওসের ভিয়েনতিয়েনে প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। পরের ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলের ব্যবধানে হারায় আফঈদা খন্দকারের দল। তবে শেষ ম্যাচে সাউথ কোরিয়ার কাছে ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে পিটার জেমস বাটলারের শিষ্যরা। তিন ম্যাচ শেষে বাংলাদেশের জয় দুটি, পয়েন্ট ৬, প্রতিপক্ষকে দিয়েছে ১২ গোল। বিপরীতে হজম করেছে ৭ গোল।
স্বাগতিক হিসেবে সরাসরি মূলপর্ব খেলবে থাইল্যান্ড। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে জায়গা করে নিয়েছে নর্থ কোরিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ভারত, চীন, জাপান, উজবেকিস্তান এবং সাউথ কোরিয়া। সেরা তিন রানার্সআপ হিসেবে জায়গা করে নিয়েছে জর্ডান, চাইনীজ তাইপে এবং বাংলাদেশ।
