গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় ৫ জন আটক

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজের রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে।

সিসি টিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, অপরাধীদের গ্রেপ্তারে তারা অভিযান চালাচ্ছে।

বৃহস্পতিবার চান্দনা চৌরাস্তায় এক ব্যক্তিকে ধাওয়া করছিলো সন্ত্রাসীরা। সেসময় অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। পরে সন্ত্রাসীরা তার দিকে এগিয়ে আসলে তিনি একটি চায়ের দোকানে ঢুকে পড়েন, সেখানেই তাকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে গাজীপুরের বাসন থানায় হত্যা মামলা করেছেন তুহিনের বড় ভাই।

হত্যাকান্ডের প্রতিবাদে গাজীপুর, ঢাকা ও তুহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহে সাংবাদিকরা মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন।

আসাদুজ্জামান তুহিনের হত্যার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ তৈরি করেছে।

একদিন আগেই গাজীপুর মহানগরীর সদর থানার কাছে প্রকাশ্যে দৈনিক বাংলাদেশের আলোর সাংবাদিক আনোয়ার হোসেনকে পিটিয়ে ও ইট দিয়ে থেঁতলে দেয় সন্ত্রাসীরা।

এসব নিয়ে আতংকের মধ্যেই গাজীপুরের টঙ্গীতে ব্যাগ থেকে অজ্ঞাত এক ব্যক্তির খন্ডিত মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।